ব্রঙ্কসের একটি প্রাইভেট বাড়িতে দুর্ঘটনা

ছয় বছরের শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু

নিউইয়র্ক (চ্যানেল টিটি): নিউইয়র্কের সিঁড়ির রেলিং ভেঙ্গে ছয় বছরের এক শিশু কন্যা মৃত্যুবরণ করেছে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন...! স্থানীয় সময় সোমবার দিবাগত রাত ৯টার পর এমন দুর্ঘটনার খবর পাওয়া যায়। দুর্ঘটনাস্থল ব্রঙ্কসের জেরেগা বিটুইন ওয়েস্টচেস্টার এভিনিউ।

১২৩৩ নম্বর হোল্ডিং-এর একটি প্রাইভেট বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল ছুটে যান স্থানীয় বাংলাদেশি কমিউনিটি নেতারা। এছাড়া নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের তরফে ঘটনার তদন্ত চলমান। কমিউনিটির নেতারা বলছেন, প্রাইভেট হাউজটির সিঁড়ির রেলিং-এ বরাবরের মতই খেলাধুলা করছিল হতাভাগা ছোট্ট শিশুকন্যাটি! ভাগ্যের নির্মম পরিহাস সিঁড়ির রেলিং-এর একটি অংশ গোড়া থেকেই উপড়ে পয়ে যায়।

এ ঘটনায় মাথা প্রচন্ড আঘাত পায় ৬ বছরের শিশু। আহত শিশু কন্যাটিকে দ্রুত জেকবি হাসপাতালে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়। এমন মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে আসে পুরো বাংলাদেশি কমিউনিটিতে। সিঁড়ির রেলিং ভেঙ্গে এমন মৃত্যুর জন্য প্রাথমিক ভাবে বাড়িওয়ালার গাফলতিকেই দায়ি করেছেন কমিউনিটি নেতারা। 

জানা গেছে, বৃহত্তর সিলেটের বাসিন্দা নিউইয়র্কে অভিবাসি খায়ের চৌধুরী ও ফাতেমা চৌধুরী দম্পতির ঘরে ফুটফুটে এ কন্যা শিশুটির জন্ম। 

[সংবাদ সংযোগে: এ ইসলাম মামুন ]