মতিগতি নিয়ে সন্দিহান খোদ উপদেষ্টারা!

কখন যে কি করে বসেন ডোনাল্ড ট্রাম্প!

কখন যে কি করে বসেন ডোনাল্ড ট্রাম্প!

আমেরিকা (চ্যানেল টিটি ডেস্ক): যুক্তরাষ্ট্রের সংবিধান মতে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদ এখন (একমাস) ৩০ দিনেরও কম। নির্বাচনে হেরে গেলেও ট্রাম্পকে নিয়ে উদ্বেগ বিরাজ করছে আমেরিকার রাজনৈতিক মহলে। শেষ দিনগুলো নিয়ে তার উল্টা-পাল্টা বক্তব্য এখনো চলমান। প্রেসিডেন্টের আবোল-তাবোল মতিগতি নিয়ে সন্দিহান তার ঘনিষ্ঠ উপদেষ্টারা। তাদের মতে, পরাজয় মেনে নিতে পারছেন না প্রেসিডেন্ট ট্রাম্প। তাইতো তার মতিগতি ভালো না। এরই মধ্যে আবার নতুন করে সুপ্রিম কোর্টে যাচ্ছে ট্রাম্প শিবির। ট্রাম্পের আইনজীবী আবার হুমকি দিয়েছেন, লড়াই নাকি সবে শুরু হয়েছে!

মূলধারার গণমাধ্যমগুলো বলছে, ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে বেশ কিছু সন্দেহভাজন লোকজনের সমাগম ঘটেছে হোয়াইট হাউজে। যাদের নিয়ে ওভাল অফিসে প্রায় প্রতিদিনই টানা সভা করছেন ট্রাম্প। এসব সভায় যোগ দিচ্ছেন- কথিত আইনজীবী সিডনি পাওয়েল, সবশেষ আদালতে দণ্ডিত এবং ট্রাম্পের সাধারণ ক্ষমায় মুক্ত হওয়া সাবেক নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন। এছাড়া কট্টরপন্থি তথা রক্ষণশীল কৌশলবিদ স্টিভ ব্যানন'সহ অনেকেই ট্রাম্পকে ভুল পথে চালাচ্ছেন। এমনটি বলছে সংশ্লিষ্টরা। 

এরই মধ্যে ট্রাম্পের কিছু উপদেষ্টার বরাত সংবাদ মাধ্যম সিএনএন বলেছে, শেষ দিনগুলো নিয়ে ট্রাম্পের কিছু উপদেষ্টাও এখন শঙ্কিত হয়ে পড়েছেন। তিনি রাষ্ট্রের চিন্তা না করে হোয়াইট হাউজে বসে কি ভাবে নির্বাচনের ফল উল্টানো যায়, সেদিকেই জোর দিচ্ছেন! 

আবারো মামলা করলেন ট্রাম্প:
সবশেষ খবরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। শেষ খড়কুটো আশ্রয় করে বেঁচে থাকার ব্যর্থ চেষ্টা করছেন। ট্রাম্পের প্রচার শিবির থেকে পেনসিলভানিয়া রাজ্যের ভোটের ফলাফল পাল্টে দেওয়ার জন্য আরেকটি মামলা করা হয়েছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আইনজীবী জন ইস্টম্যান সুপ্রিম কোর্টের মামলা দায়ের করে জরুরি বিবেচনার আবেদন জানিয়েছেন। ৬ জানুয়ারি কংগ্রেসের অধিবেশনের আগেই এমন মামলার শুনানি ও সুরাহা করার আবেদন জানানো হয়েছে। যদিও, ৩ নভেম্বর নির্বাচনের পর সাংবিধানিক প্রক্রিয়া অনুযায়ি সব কটি রাজ্যের ভোট সার্টিফাই হয়ে গেছে।

ট্রাম্প সমর্থকদের বিকল্প অভিষেকের ডাক:
এদিকে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে বিকল্প অভিষেক অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছেতার কট্টর সমর্থকেরা। যুক্তরাষ্ট্রের রীতি অনুযায়ী আগামী ২০ জানুয়ারি দুপুরে ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিবেন জো বাইডেন। একই সময়ে ট্রাম্পের দ্বিতীয় দফা অভিষেক অনুষ্ঠানের ডাক দিয়েছে তার কিছু একরোখা সমর্থক। এরই মধ্যে তারা সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচারণা শুরু করেছে। উদ্যোক্তারা জানিয়েছে, তাদের আয়োজিত এই বিকল্প অভিষেক অনুষ্ঠান ভার্চ্যুয়াল হবে। নির্বাচনে এখনো পরাজয় মেনে না নেওয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থকদের এই উদ্যোগ নিয়ে এখনো কিছু বলেননি।

অপরদিকে, করোনাকালে রেকর্ড মৃত্যু আর আক্রান্তের সংখ্যা নিয়ে পুরো আমেরিকা যখন উদ্বেগ-উৎকণ্ঠিত; ঠিকই এই সময়ে রাষ্ট্রীয় কাজে নিয়োজিত থাকছেন না ট্রাম্প! এমন অভিযোগ অনেকের। তাদের মতে, প্রেসিডেন্ট ব্যস্ত নিজেকে নিয়ে। কি ভাবে নির্বাচনের ফল পাল্টে আবারো ক্ষমতায় থাকতে চাইছেন ট্রাম্প, তা নিয়ে কাজ করছে হোয়াইট হাউজ। ট্রাম্পের এমন নীতি যুক্তরাষ্ট্রের জন্য ভয়ানক দুর্যোগ বলে আখ্যা দিয়েছেন কেউ কেউ। এখন দেখার বিষয় ২০ জানুয়ারি জো-বাইডেনের শপথ গ্রহণের পর কি করবেন ট্রাম্প; সেই দিকে তাকিয়ে বিশ্ববাসি।